আপনার বাসার ছাঁদে বা বারান্দায় লাগানো সব ধরনের ফুলের গাছে, ফলের গাছে এ সার ব্যবহার করতে পারেন। এ সার ব্যবহার করলে মাটির যেমন উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তেমনি ফসলের ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আকার আকৃতিও বৃদ্ধি পায়। এ সার বাসায় দীর্ঘদিন রেখেও ব্যবহার করা যায়। দীর্ঘদিন রাখলেও সারের গুনাগুনের কোন পরিবর্তন হয় না যদি ১০০% ভার্মি কম্পোষ্ট হয়। আমরা ১০০% ভেজালমুক্ত ভার্মি কম্পোষ্ট উৎপাদন করছি। আমাদের ভার্মি কম্পোষ্টে কোন প্রকার তরল রাসায়নিক সার স্প্রে করি না। তাই এই সার সব সময় নিরাপদ সব ধরনের ফসলের জন্য।
ভার্মি কম্পোষ্টের জন্য যোগাযোগ করুন
ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীপ্রকে
বিএডিসি, চরমজিদ ভুইয়ারহাট,
সুবর্ণচর, নোয়াখালী
মোবাইল # ০১৮১৯-৪৫৯৮৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস